সোমবার সন্ধ্যা ৭:৪২, ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২০শে মার্চ, ২০২৩ ইং

বিএনপির শতাধিক নেতাকর্মী কারামুক্তি পেয়েছে আজ

৪৩৬ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ফেনীর সোনাগাজীতে পুলিশের ওপর হামলা মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ১১০ নেতাকর্মী বেকসুর খালাস পেয়েছেন আজদীর্ঘ শুনানি শেষে ফেনীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল হক আসামিদের নির্দোষ ঘোষণা করে বেকসুর খালাসের আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালে তৎকালীন এমপি মুহাম্মদ মোশারফ হোসেনকে প্রধান অতিথি করে উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল সোনাগাজী মোহাম্মদ ছাবের পাইলট উচ্চবিদ্যালয়ে জনসভার আয়োজন করে।

বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে জনসভায় যোগদানের সময় সোনাগাজী বাজারের প্রধান সড়কে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বেধে যায় ।

সংঘর্ষে ৬ জন পুলিশ ও প্রায় ৩০-৩৫ জন বিএনপি নেতাকর্মী আহত হন। ওইদিন সোনাগাজী মডেল থানার তৎকালীন এসআই মো. শাহ কামাল বাদী হয়ে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খুরশিদ আলম ভূঞাকে প্রধান আসামি করে বিএনপি ও সহযোগী সংগঠনের ১০৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন ।

পরে মামলায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, চরচান্দিয়া ইউপির সাবেক চেয়ারম্যান সামছু উদ্দিন খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক, চরদরবেশ ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, নবাবপুর ইউপির সাবেক চেয়ারম্যান জহিরুল আলম জহির ও সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান জান্নাতুল ফেরদাউস মিতাসহ ১১০ জনের বিরুদ্ধে চার্জশিট প্রদান করা হয়।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

Take part in the Finest…

The Fantasy About Ukraine Girls…

The Hidden Treasure Of Costa…

On the web Pokies Modern…

5 Simple Techniques For Portuguese…

The Idiot’s Guide To Sexy…

The Fundamentals Of Turkish Girls…

Short Report Reveals The Plain…

The Laotian Women Trap

The Ugly Side of Dog…