শুক্রবার দুপুর ২:৩১, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ. ২৯শে মার্চ, ২০২৪ ইং

কোনো বিচারপ্রার্থী যেন হয়রানির স্বীকার না হয়: দায়রা জজ এম এ রব

৪১৪ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

জেলার প্রতিটি কমিটিকে সচল করা হবে এবং সাধারণ মানুষের আইনী অধিকার পাওয়ার জন্য সবাইকে কাজ করতে হবে। কোনো বিচারপ্রার্থী যাতে হয়রানির স্বীকার না হয় সে ব্যাপারে সকলকে খেয়াল রাখতে হবে।

গত শুক্রবার জয়পুরহাটের সদর উপজেলার পুরানাপৈল মাদ্রাসা মাঠে সদর উপজেলা লিগ্যাল এইড কমিটি আয়োজিত লিগ্যাল এইড সম্পর্কিত জনসচেতনতামূলক ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তৃতায় জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জয়পুরহাটের জেলা ও দায়রা জজ এম এ রব হাওলাদার এসব কথা বলেন।

পুরানাপৈল ইউপি চেয়ারম্যান খোরশেদ আলমের সভাপতিত্বে ওই ক্যাম্পেইনে বক্তৃতা করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, জেলা পরিষদের চেয়ারম্যার আরিফুর রহমান রকেট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলাইমান আলী, পিপি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল, অতিরিক্ত চীফ জুডিশিয়ার ম্যাজিষ্ট্রেট ইকবাল বাহার চৌধুরীসহ অন্যরা।

পরে পুরানাপৈল ইউপি চেয়ারম্যান খোরশেদ আলমকে চেয়ারম্যান করে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি গঠন করা হয়।

শফিউল বারী রাসেল, জয়পুরহাট থেকে

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি