বৃহস্পতিবার সকাল ৭:১২, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ. ২রা মে, ২০২৪ ইং

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে দুটি কলোনীর ২১ কক্ষ পুড়ে ছাই

৪৭৮ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা ছাপড়া মসজিদ এলাকায় রোববার দুপুরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনের দুটি কলোনীর ২১টি কক্ষসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

এলাকাবাসী, ক্ষতিগ্রস্থ পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা ছাপড়া মসজিদ
এলাকার পরেশের কলোনীর একটি কক্ষে রোববার দুপুর দেড়টার দিকে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন ওই কলোনীর অন্যান্য কক্ষে এবং পাশের অণ্যপ্রসাদের কলোনীতে আগুন ছড়িয়ে পড়ে।

এলাকাবাসী আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়েকালিয়াকৈর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততকক্ষে দুই কলোনীর প্রায় ২১টি কক্ষ, কক্ষের ভিতরে থাকা ফ্রিজ,
টেলিভিশন, মোবাইল ফোন, লেপ-তুষকসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয়
জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরেশের কলোনীর একটি কক্ষে গ্যাস সিলেন্ডার নিকেজ হয়ে আগুনের সুত্রপাত
ঘটেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ মালিক পক্ষদের দাবি, আগুনে পুড়ে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা কবীরুল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি কক্ষে গ্যাস সিলেন্ডার নিকেজ হয়ে আগুনের সুত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের ১টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এখনো ক্ষয়ক্ষতি পরিমান নিরুপণ করা যায়নি।

Some text

ক্যাটাগরি: খবর

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি