মঙ্গলবার রাত ১:১৭, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

সরাইলে কুকুরের কামড়ে ২০ জন হাসপাতালে

৬৯৫ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নে পাগলা কুকুরের কামড়ে আহত হয়ে অন্তত ২০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। শাহজাদাপুর ইউনিয়নের কোনাপাড়া এলাকার রব মিয়ার ছেলে ফাহিম (৪) এর অবস্থা খুবই খারাপ। শিশুটির মুখে এমনভাবে কামড়ে দিয়েছে পাগলা কুকুর খুবই মারাত্মক অবস্থা। পরে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে ঢাকায় প্রেরণ করা হয়। গুরুতর আহত মাওলানা হামিদ আলী(৬০), হীরা লাল (৫৫), কাউসার (৩৫)। তাছাড়া গরু-ছাগলও বাদ যায়নি কুকুরের কামড় থেকে। স্বাস্থ্য পরিদর্শক মোজাহারুল হক এবং স্বাস্থ্য সহকারী সাইফুর রহমান জনি বলেন, এখানে চারটি কুকুর গত দুই দিনে বেশ কয়েকজন মানুষ ও গরু-ছাগলকে কামড়ে দেয়। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। কারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের কামড়ের কোন ভ্যাক্সিন নেই। অনেকে স্থানীয় ফার্মেসী থেকে টিকা নিতে দেখা যায়। সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ আনাস ইবনে মালেক সরেজমিনে গিয়ে কয়েকজন রোগীর খোঁজ খবর নেন। তিনি আহত শিশু ফাহিমের বাড়িতে গিয়ে তার খোঁজ খবর নেন। তিনি বলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাবিস ভ্যাক্সিন সরবরাহ না থাকায় এখানে টিকা দেয়া যায় না। জেলা সদরে সরবরাহ থাকায় আমরা রোগীদের সেখানে যাওয়ার পরামর্শ দেই।

শেখ মো. ইব্রাহীম,সহ-সম্পাদক

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি