সোমবার রাত ২:২৭, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ. ৮ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

দেড় হাজার পিস ইয়াবাসহ দুজন আটক

৪৬৩ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ব্রাহ্মণবাড়িয়ায় ১ হাজার ৫শত পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গত সোমবার রাতে পৌর এলাকার কাউতলী মোড়ের রাজধানী হোটেলের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইয়াবা কারবারীরা হলেন, কসবা উপজেলার চন্ডিদ্বার গ্রামের জাকির হোসেন- (২০) এবং একই উপজেলার নোয়াপাড়ার রাসেল প্রকাশ ফারুক-(২৬)। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে গোয়েন্দা পুলিশের সদস্যরা তাদেরকে গ্রেপ্তার করে। পরে তাদের শরীর তল্লাশী করে ১ হাজার ৫শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম উদ্দিন জানান , এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি