শনিবার ভোর ৫:১২, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৬শে জুলাই, ২০২৪ ইং

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

৯৬৭ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান (২৩ জানুয়ারি) বৃহস্পতিবার বিকেল ৩ টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে।

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুন নবী রাজা’র সঞ্চালনায় ও প্রধান শিক্ষক পিযুষ কান্ত রায়ের সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন, প্রধান অতিথি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম ও পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান পিপিএম সেবা।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন,অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক পিযুষ কান্ত রায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,পুলিশ সুপার মোহা:মনিরুজ্জামান পিপিএম সেবা।

বক্তব্যে অতিথিবৃন্দ বিদ্যালয়ের পাবলিক পরীক্ষায় ফলাফলসহ উল্লেখযোগ্যপ্রাপ্ত সফলতার কিছু দিক তুলে ধরেন।

পরে মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত হয়। ক্রীড়া পরিচালনা করেন, প্রভাতি শাখার সহকারী শিক্ষক (বিপিএড)মোঃ আবু সায়েম জুলফিকার ও দিবা শাখার সিনিয়র সহকারী শিক্ষক(বিপিএড) আমানুল্লাহ।


বিভিন্ন ইভেন্টে খেলাধুলায় অংশগ্রহণ করে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।

শিক্ষক সহধর্মিণীদের খেলা পরিচালনা করেন প্রভাতী শাখার সহকারী শিক্ষক জামিল ইসলাম। শিক্ষক সহধর্মিণীদের বক্সে বলটি নিক্ষেপ করুন। এ খেলায় সকল শিক্ষক সহধর্মীণিবৃন্দ অংশগ্রহণ করে।

এছাড়া শিক্ষার্থীদের”যেমন খুশি তেমন সাজে” সাজো প্রতিযোগিতায় বিভিন্ন বেশে সেজে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

পরে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সফল করতে বিদ্যালয় শিক্ষক বৃন্দ সর্বাত্মক সহযোগিতা করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীবৃন্দ,অভিভাবক, শিক্ষকবৃন্দ সহ সকল স্তরের মানুষ অংশগ্রহণ করে।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি