বুধবার রাত ১১:০৬, ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২২শে মার্চ, ২০২৩ ইং

চকরিয়া মিশকাতুল মিল্লাত এর দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল

৩২৪ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

চকরিয়া মিশকাতুল মিল্লাত মডেল দাখিল মাদরাসার ২০২০সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীণদের বরণ উপলক্ষ্যে দোয়া মাহফিল মাদরাসা মঙ্গলবার ২৮জানুয়ারি প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। সকাল ১০টায় মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ শওকত আলমের সভাপতিত্বে ও সহ-সুপার মাওলানা আশরাফুল মোস্তফা বিন নূরীর পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসা সুপার মাওলানা মুহাম্মদ আবুল কালাম।

উদ্বোধক ছিলেন মাতামুহুরী আদর্শ শিক্ষা নিকেতনের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগি ও সমাজসেবক আহমদ রেজা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র মো. আলমগীর চৌধুরী। প্রধান আলোচকের বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক প্রফেসর ড. মুহাম্মদ ফরিদ উদ্দিন। প্রধান মেহমান ছিলেন চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান বি.এ (অনার্স) এম.এ।

বিশেষ আলোচকের বক্তব্য রাখেন চকরিয়া আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসার আরবী প্রভাষক মাওলানা আ.ফ.ম ইকবাল হাসান ও বাটাখালী নূরীয়া দাখিল মাদরাসার শিক্ষক মো. আবু নোমান। এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া আন-নূর মাদরাসার সভাপতি আলহাজ¦ আকবর আহমদ সওদাগর, ইসহাক ফাউন্ডেশনের সভাপতি জিয়াউল করিম, বিশিষ্ট শিক্ষানুরাগি রফিক উদ্দিন প্রমুখ।

দোয়া মাহফিলে দাখিল পরীক্ষার্থী ও অধ্যয়নরতদের পক্ষে দশমসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদরাসার শিক্ষক-শিক্ষিকা ও অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে দুপুরে দাখিল পরীক্ষার্থীদের কল্যাণ এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দের বক্তৃতায় শিক্ষার্থীদের যুগপযোগি ও নৈতিক শিক্ষায় দীক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হওয়ার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে নিবেদিত হওয়ার আহবান জানান।

 ইমরানুল ইসলাম শিশির : চকরিয়া থেকে

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

Flirt4free Review: Security, Prices, Models

The Best Chat Room Apps…

Take part in the Finest…

The Fantasy About Ukraine Girls…

The Hidden Treasure Of Costa…

Se corre en su cara

On the web Pokies Modern…

5 Simple Techniques For Portuguese…

The Idiot’s Guide To Sexy…

The Fundamentals Of Turkish Girls…