শুক্রবার বিকাল ৫:৫৪, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

ব্রাহ্মণবাড়িয়া কলেজপাড়ায় বিদ্যুত না থাকায় তীব্র পানির সংকট

৪৯০ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

গতকাল শনিবার (২৩ নভেম্বর) সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজ পাড়ায় বিদ্যুত না থাকায় তীব্র পানির সংকট দেখা দেয়।

জানা যায়, শুক্রবারে মাইক দিয়ে ঘোষণা করা হয়, সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যুত থাকবে না। ঘোষণানুযায়ী অনেকেই আগেথেকে পানি সরবরাহ করে রাখেন। কিন্তু দুপুরের দিকে সরবরাহকৃত পানি শেষ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন এলাকাবাসী। তবে এলাকায় কয়েকটি চাপকল থাকায় কিছুটা রক্ষা পেয়েছেন। এ সময় দেখা যায়,বালতি, কলসী, জগ ইত্যাদি দিয়ে লাইন ধরে মানুষ কল থেকে পানি নিচ্ছেন।

এদিকে পানি না থাকায় মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লি ও মাদরাসার ছাত্ররাও ভোগান্তিতে পড়েন। পাশের বাসার চাপকল থেকে পানি এনে কোনোমতে নামাজ ও খাওয়াদাওয়া শেষ করেছেন বলে জানান তারা।

এ বিষয়ে এলাকাবাসী জানান, শহরে বিদ্যুত না থাকা মানে কেয়ামত, সবকিছুই উল্টাপাল্টা হয়ে যায়। আমরা সরকারের কাছে বিকল্প ব্যবস্থা করার দাবী জানাই, যাতে কোনো কারণে বিদ্যুত না থাকলেও আমাদের পানির কোনো সংকটে পড়তে না হয়।

জুনায়েদ আহমেদ; সংবাদকর্মী

Some text

ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি