শুক্রবার সন্ধ্যা ৭:০৬, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে হিজরা জনগোষ্ঠীদের জন্য নির্মিত গুচ্ছগ্রাম ‘উত্তরণ’ এর উদ্বোধন

৪৫৬ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁওয়ের হিজরা জনগোষ্ঠীদের জীবন-মান উন্নয়নে নির্মিত গুচ্ছগ্রাম ‘উত্তরণ’ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়া গ্রামে নির্মিত এ গুচ্ছগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম। গুচ্ছগ্রাম উদ্বোধন উপলক্ষে সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম। এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা ভূমি কর্মকর্তা বহ্নি শিখা আশা, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, প্রকল্প কর্মকর্তা স্যামিয়েল মার্ডি, সদর থানার ওসি অপারেশন গোলাম মর্তূজা, নারগুন ইউপি চেয়ারম্যান পয়গাম আলী, হিজরা নেতা নাদিরা খানম প্রমুখ।

শেষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ২০ জন হিজরাদের মাঝে চাল, ডাল, তেল, নুডুলসসহ নানা সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক। উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়ায় ০.৯২ একর জমিতে ৩ লক্ষ ৩৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত ২০টি হিজরা পরিবারকে গুচ্ছগ্রামের মাধ্যমে পূণর্বাসন করা হয়।

পরবর্তীতে আরও ৪০জন হিজরার বাসস্থান করে দেওয়া হবে এখানে।এছাড়াও তাদের দৈনন্দিন জীবন-জীবিকা নির্বাহে মাছ চাষের জন্য পুকুর প্রদান,পার্লার স্থাপন, গবাদি পশু পালনসহ নানা কর্মসুচি হাতে নিয়েছে সদর উপজেলা প্রশাসন। পরে হিজড়াদের নেতা জানান, সদরি অনুষ্ঠান ও ডিসি স্যার সহ মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তারা।

নুরে আলম শাহ : ঠাকুরগাঁও প্রতিনিধি

Some text

ক্যাটাগরি: খবর

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি