বৃহস্পতিবার রাত ৩:১৩, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ১১ই ডিসেম্বর, ২০২৪ ইং

সরাইল-পানিশ্বর রাস্তা বেহাল: ১০ গ্রামের মানুষের সীমাহীন দুর্ভোগ

৭১২ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ব্রাহ্মণবাড়িয়ার জেলার সরাইলের দুই ইউনিয়নের উপজেলা সদরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত সরাইল-পানিশ্বর এই রাস্তা দিয়ে পানিশ্বর, টিঘর, মালিগাঁও, আড়িফাইল, সরাইল সদরসহ প্রায় ১০ গ্রামের মানুষদের প্রতিনিয়তই যাতায়াত করতে হচ্ছে। চলাচলের জন্য এই রাস্তাটি একমাত্র পথ হওয়ায় জীবনের ঝুঁকি নিয়েই চরম দুর্ভোগের মধ্যে দিয়ে চলাচল করতে হয়। সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে পিচ, সুরকি,ইট উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

উপজেলার সঙ্গে যোগাযোগের একমাত্র সড়ক হচ্ছে এই সড়কটি। এর ফলে হাজারো মানুষ যাতায়াত করে এ সড়ক দিয়ে। ভাঙা এই সড়কে প্রতিদিন ভোগান্তিতে পড়তে হচ্ছে মানুষ। প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী রোগী ও বৃদ্ধারা প্রতি নিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। শিক্ষার্থীরা জানান, স্কুলে আসা-যাওয়া করতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। রাস্তার বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলে স্কুলে আসতে পারি না। গর্তে জমে থাকা পানিতে স্কুল ড্রেস ভিজে যায়। এই সড়কটি দিয়ে প্রতিদিন প্রায় কয়েক’শ যানবাহন চলাচল করে। দীর্ঘদিন যাবৎ মেরামত না করায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে খানাখন্দে পরিণত হয়েছে। যার কারণে ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে জনসাধারণ। সড়কটি শিগগিরই সংস্কার করে এলাকাবাসীর দুর্ভোগ লাঘব করবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

শেখ মো.ইব্রাহীম,সহ-সম্পাদক

Some text

ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি