শুক্রবার বিকাল ৪:২১, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ২০শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

সরাইলে সমবায় দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

৪২৫ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ, ‘বঙ্গবন্ধুর আদর্শ, সমবায় উন্নয়ন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরাইল উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শনিবার (০২ অক্টোবর) সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভুঁইয়া। এরপর উপজেলা চত্ত¡র থেকে উপজেলার প্রধান প্রধান সড়কে এক বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াঙ্কার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদের স্থানীয় এমপি উকিল আব্দুস সাত্তার ভুঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন সরাইল উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন।

বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু হানিফ মিয়া, মহিলা-ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকেয়া বেগম, সদর চেয়ারম্যান আব্দুর জব্বার, উপজেলা সমবায় সমতির সাবেক সভাপতি মোঃ আনিসুল ইসলাম ঠাকুর, আওয়ামী লীগ নেতা মোঃ মাহফুজ আলী, সরাইল উপজেলা সমবায় সমতির সভাপতি মোঃ রুবেল ঠাকুর এবং উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান প্রমূখ।

শেখ মো. ইব্রাহীম, সহ-সম্পাদক

Some text

ক্যাটাগরি: খবর

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি