রবিবার রাত ৪:০৭, ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ. ৯ই নভেম্বর, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকায় ৩ জনের কারাদণ্ড

৬৫১ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁওয়ে গোপন সংবাদের ভিত্তিতে এক বাসা বাড়িতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় ৩ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ২ খদ্দের ।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল ৫টায় সদর উপজেলার দক্ষিণ সালন্দর ইউনিয়নের ভাঙ্গাপুল নামক স্থানে একটি বাড়িতে এ ঘটনা ঘটে। এলাকাবাসীর মতে দীর্ঘদিন ধরে এ বাড়িতে অশ্লীল কার্যক্রম চলছে।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহি অফিসার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপরত অবস্থায় তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন সালন্দর ইউনিয়নের আইয়ুব আলীর স্ত্রী আজিমা আক্তার সাথী (৪৫), আন্নি আক্তার (১৮) ও পঞ্চগড়ের বোদা উপজেলার মকবুল হোসেনের স্ত্রী মরিয়ম (২৫)।

আটককৃতরা তাদের দোষ স্বীকার করায় তাদের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহি অফিসার আব্দুল্লাহ আল মামুন।

এ সময় জেলা পুলিশ ও আনসার ব্যাটেলিয়ানের সদস্যবৃন্দসহ সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

Some text

ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি