শুক্রবার বিকাল ৪:০১, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

সরাইল হাসপাতালে আসন সংকটে বারান্দায় চিকিৎসা নিচ্ছেন রোগীরা

৪৭১ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া রোগী ক্রমশই ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সীমিত শয্যা এই হাসপাতালটিতে আসন না পেয়ে হাসপাতালের বারান্দায় অবস্থান নিয়ে রোগীদের চিকিৎসা নিতে দেখা গেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তিন দিন ধরে হাসপাতালে ডায়রিয়া রোগীর সংখ্যা আচমকা বেড়ে গেছে। উপজেলার সৈয়দটুলা, কুট্টাপাড়া, টিঘর, স্বল্পনোয়াগাঁওসহ অন্যান্য এলাকা থেকে ডায়রীয়ায় আক্রান্ত হয়ে রোগীরা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে অনেক রোগী বাড়িতে গেলেও শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় হাসপাতাল ঘুরে এই চিত্র দেখা যায়। উপজেলার লক্ষ লক্ষ মানুষের এক মাত্র সরকারি এই হাসপাতালটিতে শয্যা সংখ্যা বৃদ্ধি করে জনগণের চিকিৎসা সেবার মান আরো উন্নত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান এলাকাবাসী।

শেখ মো. ইব্রাহীম, সহ-সম্পাদক

Some text

ক্যাটাগরি: খবর

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি