শুক্রবার সন্ধ্যা ৭:২২, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ২০শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

শিমরাইলকান্দি হাজীবাড়ি মসজিদের সামনে ময়লার স্তূপ, ভোগান্তিতে মুসল্লিরা

৫৭৪ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি
রেললাইন সংলগ্ন শিমরাইলকান্দী হাজীবাড়ী জামে মসজিদের সামনের রাস্তার দু’পাশে ময়লা আবর্জনার স্তূপ। দুর্গন্ধে হাঁটা দায়। ফলে চরম ভোগান্তি পোহাচ্ছেন মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিরা।
গতকাল (২৪অক্টোবর) সরেজমিনে দেখা যায়, রেললাইন থেকে নেমে মসজিদে যাওয়ার রাস্তার দু’পাশে ময়লা-আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আবার কোনো কোনো জায়গায় স্তূপ করে রাখা হয়েছে, যা থেকে বের হচ্ছে অসহ্য  দুর্গন্ধ। এ সময় দুরগন্ধের তীব্রতায় কয়েকজনকে নাকে চেপে ধরে হাঁটতে দেখা যায়।
এ বিষয়ে মসজিদের মুসল্লি ইব্রাহিমের সাথে কথা হয়। তিনি জানান, এলাকার কিছু কাইস্টা লোক আছে। এরা নিজেরাও নামাজ পড়ে না, অন্যকেও শান্তিতে পড়তে দেয় না। বারবার না করার পরো তারা মসজিদের সামনে ময়লা ফেলছে। এদের ব্যাপারে  কর্তৃপক্ষের কঠোর ব্যবস্থা নেয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি।
আরেক মুসল্লি জানান, মসজিদে নামাজের সময় ও নাকে দুরগন্ধ লাগে। তাই দ্রুত এখান থেকে ময়লা অপসারণ করার দাবি জানান তিনি।
               জুনায়েদ আহমেদ: সংবাদকর্মী

Some text

ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি