বুধবার রাত ১:৫৫, ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ. ৩রা অক্টোবর, ২০২৩ ইং

ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টির সাথে পাল্লা দিয়ে বাড়ে অটোরিকশার ভাড়া

৫২৫ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি
আজ বিকেলে (বৃহস্পতিবার) ব্রাহ্মণবাড়িয়া শহরে হঠাৎ আকাশ কালো করে বৃষ্টি নামে। এতে ভোগান্তিতে  পড়েন কর্মস্থল থেকে ঘরে ফেরা যাত্রীরা। বৃষ্টিহলে  বৃষ্টির সাথে পাল্লা দিয়ে বেড়ে যায় অটো-রিকশার ভাড়াও- অভিযোগ যাত্রীদের।
এসময় অনেক অটো-রিকশা চালককে পাঁচ টাকার ভাড়া দশ  এবং দশ টাকার ভাড়া পনেরো টাকা বলে ডাকতে শোনা যায়।
অটোতে ভাড়া ভোগান্তির শিকার মাদরাসা ছাত্র আবদুল্লাহ জানায়, আমি প্রতিদিন ব্রিজের গোড়া থেকে কলেজ পাড়া যায় পাঁচ টাকায়। আজকে বৃষ্টি হওয়ায় অটো ড্রাইভার দশ টাকা চায়।পরে আমি প্রতিবাদ করায় পাঁচ টাকায় মেনে নেয়। বৃষ্টি হলে আমরা এমনিতেই বেকায়দায় পড়ে যায়। আর এই বেকায়দাকে কায়দা করে তারা( ড্রাইভাররা) ডাবল ভাড়া চান। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি করা দরকার বলেও মনে করেন আবদুল্লাহ।
ভাড়া বেশি নেয়ার ব্যাপারে অটো ড্রাইভারের সাথে কথা বললে, তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
জুনায়েদ আহমেদ : শিক্ষার্থী

Some text

ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

লঞ্চে যৌন হয়রানি