বৃহস্পতিবার রাত ৮:১৪, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

সরাইলে জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের সড়ক পারাপার

৪৬০ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়টি ঢাকা-সিলেট মহাসড়কের পূর্ব পাশে মনোরম পরিবেশে অবস্থিত। এ বিদ্যালয়ে প্রায় সাত’শ শিক্ষার্থী সড়কের পশ্চিম পাশের বাসিন্দা। কোমলমতি শিক্ষার্থীদের প্রতিদিন বিদ্যালয়ে আসতে জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হতে হয়। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকার হাজার হাজার মানুষ ঢাকা-সিলেট মহাসড়কটি নিরাপদে শিক্ষার্থীদের পারাপারের জন্য বিদ্যালয়ের সামনে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি করে আসছে। এ সড়ক দিয়ে ঢাকা-সিলেট, কুমিল্লা-সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, সরাইল, নাসিরনগর, ্এবং মাধবপুরসহ দেশের বিভিন্ন স্থানের যানবাহন চলাচল করে। সড়ক পারাপারের সময় সাধারণ মানুষ ও ছাত্র-ছাত্রীরা দুর্ঘটনার শিকার হচ্ছে। সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষকরা লাল পতাকা সংকেত দিয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করে ছাত্র-ছাত্রীদের নিরাপদ পারাপারে সহযোগিতা করছেন।
শিক্ষার্থীরা একটি ফুটওভার ব্রিজ দাবি করে জানায়, জীবনের ঝুঁকি নিয়ে সড়কটি পার হতে হয়। একটি ফুটওভার ব্রিজ নির্মাণ হলে আমাদের সমস্যা থাকবে না। এটি আমাদের প্রাণের দাবি। প্রধান শিক্ষক মো.খোরশেদ আলম বলেন, ছাত্র-ছাত্রীরা সড়ক পারাপার নিয়ে সর্বদা দুশ্চিন্তায় থাকি। একটি ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রাণের দাবি।

শেখ মো. ইব্রাহীম, সহ-সম্পাদক, দেশ দর্শন

Some text

ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি