শনিবার দুপুর ২:২৫, ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ. ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

মোগড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে লড়বেন আব্দুল মোমেন ভূঁইয়া

৭৭৪ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

মোগড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে লড়বেন সবার পরিচিত মুখ আব্দুল মোমেন ভূঁইয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে লড়বেন মোঃ আব্দুল মোমেন ভূঁইয়া(১৭), তিনি মোগড়া ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সার্জেন্ট আব্দুল মজিদ ভূঁইয়ার ছেলে।

আব্দুল মোমেন ভূইয়া(১৭) জানায় তিনি আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনা অনুযায়ী সকল ইউনিয়নের প্রার্থীদের ফ্রম কেনার শেষ দিনে আজ সন্ধ্যায় ফ্রম বিতরণের সময় আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু ও সহ-সভাপতি সৈয়দ যুবরাজ শাহ রাসেল এর কাছ থেকে ফ্রম সংগ্রহ করেন।

নির্বাচনে অংশ গ্রহণের উদ্দেশ্য কি জানতে চাইলে তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে সামনের দিকে পথ চলা, ছাত্রলীগের মূল প্রতিপাদ্য শিক্ষা,শান্তি,প্রগতি এই তিনটা বিষয়ের উপর শিক্ষা নেয়া, এবং বঙ্গবন্ধু যেভাবে দেশের ও জাতীর জন্য কাজ করে গেছেন সেভাবে কাজ করে যাওয়া।

বর্তমানে সে আখাউড়া টেকনিক্যাল ইসলামিয়া আলিম মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র।।

Some text

ক্যাটাগরি: খবর

[sharethis-inline-buttons]

Leave a Reply

লঞ্চে যৌন হয়রানি