বৃহস্পতিবার সকাল ৯:৪২, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ৫ই ডিসেম্বর, ২০২৪ ইং

মোংলায় নারী ও শিশু নির্যাতন বন্ধে মানববন্ধন

৬০০ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

নারী শিশু নির্যাতন বন্ধে মোংলায় মানববন্ধন পালিত হয়েছে। বৃহস্পতিবার(৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় মোংলা উপজেলা পরিষদের সামনে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি । মানব বন্ধনে সংস্থাটির উপকারীভোগী বিভিন্ন বয়সের নারী পুরুষ অংশ নেন। এ সময় উপমন্ত্রী বলেন, নারী নির্যাতন বন্ধে পুরুষ দের পাশাপাশি নারীদের ও সচেতন হওয়া দরকার। তা’না হলে কখনো নারী নির্যাতন বন্ধ হবে না।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিক্ষাবিদ বাবু সুনীল কুমার বিশ্বাস, মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার,উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান, মোংলা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শেখ আব্দুস সালাম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ইব্রাহীম হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার ও জেলা পরিষদ সদস্য আবদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন নাহার হাই, মোংলা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, ইউপি চেয়ারম্যান নিখিল চন্দ্র রায়, ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শেখ কবির হোসেন, ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হোসেন মোংলা পৌর যুবলীগের সভাপতি আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নুর আলম, মোংলা উপজেলা ছাত্রলীগের সভাপতি শিকদার ইয়াছিন আরাফাত, মোংলা সরকারি কলেজ ছাত্র লীগের সভাপতি সানীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

পরে ৪০টি পরিবারের মাঝে নিরাপদ পানি সংরক্ষনের জন্য পলিমার পানির ট্যাংক ও গাছের চারা এবং সংরক্ষনের জন্য নগদ টাকা বিতরন করেন উপমন্ত্রী। এর আগে সকাল নয়টায় প্রধান অতিথি সেন্টপলস্ মাধ্যমিক বিদ্যালয়ে নারী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।

ইয়াছিন আরাফাত : বাগেরহাট থেকে

Some text

ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি