শনিবার সন্ধ্যা ৭:১০, ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ. ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

মধ্য শরৎ

৫৬১ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

আশ্বীনের এই সকালটাতে

হালকা বাতাস বয়,
কামিনীরা সুবাস ছড়িয়ে,
জীবনের কথা কয়,
বিলের ধারের কাশফুলে
মনটা উদাস হয়,
নীল আকাশের শুভ্র মেঘ
শান্ত হয়ে রয়।
রবির কিরণ ঠিকরে পড়ে
পুরো ভূবনময়,
ডালে ডালে ফুলের হাসি
হৃদয় করে জয়,
এইতো রোদ,এইতো বৃষ্টি,
কখনোবা খন্ড প্রলয়,
মধ্য শরৎ বুঝে ওঠা
এতো সহজ নয়!

সিত্তুল মুনা সিদ্দিকা : শিক্ষিকা ও কবি

Some text

ক্যাটাগরি: কবিতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

লঞ্চে যৌন হয়রানি