শুক্রবার রাত ৪:৩৪, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ. ২৮শে মার্চ, ২০২৪ ইং

দেশের তরে প্রতিবাদ

৪৯৯ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

দেশের তরে প্রতিবাদ

দেশটা এখন চলছে ভাই,
উল্টো পথের দিকে!
মনের মতো পায় না এখন,
অলীক মুকুট দূরে ফেলার মন্ত্র।

অষ্টরম্ভা করছে সবাই,
দেশটাকে অথৈ জলে ভাসিয়ে।
জনগন এখন হচ্ছে ক্ষিপ্ত,
রুখবে যত আছে,ফোরটোয়েন্টি প্রতিবাদ দিয়ে।

আলেয়ার আলো দিচ্ছে,
প্রশাসন সরকার।
দুর্নীতি আর মাদকে দেশ আজ রসাতলে,
দেশটা গেলে স্বাক্ষী গোপাল এ টুইটুম্বর হয়ে।
সত্য মিথ্যা না বুঝে উড়োকথায়।

কলির সন্ধ্যা করছে সবাই মিলে,
বহি:শত্রুর প্রভাব থেকে বাঁচাতে হলে দেশটাকে,
প্রতিবাদ আর স্লোগান ধরতে হবে এই সময়েতে।
সঠিক সময়ে শূর সজালে,
তবেই পাবে রক্ষা প্রিয় ভূমি সোনার বাংলাদেশ,
সুখে আর আনন্দ থাকবে বারোমাস।

গোলাম কিবরিয়া, অধ্যায়ণরত অনার্স প্রথম বর্ষ এবং লেখক ও প্রাবন্ধিক।

 

 

Some text

ক্যাটাগরি: কবিতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি