শুক্রবার রাত ১০:২০, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

জেলা সার্ভে এন্ড সেটেলমেন্ট কমিটির সভা ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত

৪৯৮ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

জেলা প্রশাসনের আয়োজনে (২২ সেপ্টেম্বর) রবিবার দুপুরে জেলা রাজস্ব সম্মেলনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সার্ভে এন্ড সেটেলমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলামের পরিচালনায় জেলা প্রশাসক ডঃ কে এম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে জেলার প্রতিটি উপজেলা থেকে সহকারী সেটেলমেন্ট অফিসার গন তাদের স্ব-স্ব উপজেলার জমি সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন।

তাদের বক্তব্যের প্রেক্ষিতে জেলা প্রশাসক
ডঃকেএম কামরুজ্জামান সেলিম বলেন,জমি যেন মানুষের জীবনের প্রাণের মতো, কমে গেলে মনে হয় সব শেষ হয়ে গেল। তাই তিনি সহকারী সেটেলমেন্ট অফিসার দের উদ্দেশ্যে বলেন, জমি সেটেল করার সময় অবশ্যই এ বিষয়টা লক্ষ্য রাখবেন প্রকৃত জমির মালিক বা অংশীদাররা যেন বঞ্চিত না হয়।

রাজস্ব সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সদর উপজেলা নির্বাহি অফিসার আব্দুল্লাহ্ আল মামুন,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান,সদর উপজেলার এসিল্যান্ডসহ রাণীশংকৈল উপজেলার এসিল্যান্ড সোহাগ চন্দ্র সাহা, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার সহকারী সেটেলমেন্ট অফিসার,
মোঃআনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল উপজেলার আফছার আলী, পীরগঞ্জ উপজেলার, আলমগীর হোসেন শেখ, বালিয়াডাঙ্গী উপজেলার জিয়াউল হক, হরিপুর উপজেলার সহকারী সেটেলমেন্ট অফিসার, মোস্তাফিজুর রহমান।
নুরে আলম শাহ::ঠাকুরগাঁও প্রতিনিধি:

Some text

ক্যাটাগরি: খবর

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি