সোমবার রাত ১:৪৭, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ. ৮ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

কর্পুরী প্রেম

৫২৪ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

অ‌ভিনয়ী প্রে‌মের সুখকর(!) সয়লা‌বে
কখন হা‌রি‌য়ে‌ছে খাঁ‌টি প্রে‌মের ভূবন,
‌ডি‌জিটাল হাওয়ায় মি‌থ্যের ধাওয়ায়
তুলতু‌ল চ‌র্মের স্প‌র্শে সার্থক যৌবন!
অব‌হে‌লিত মন অার মনন অব‌শে‌ষে
খেই হা‌রি‌য়ে ব‌সে‌ছে প্রে‌মের তাওয়ায়!
সম‌য়ের ঘূর্ণ‌নে অশরীরী সম্পর্ক হ‌য়ে যায় শরীরী,
প্রেম তাই অাজ চক্রাকা‌রে ঘু‌রে যে‌নো চন্দ্রকলা
পোড় খে‌তে ‌খে‌তে বদ‌লে যায় ঝলসা‌নো রু‌টি,
ভাবনায় চেতনায় পূ‌র্ণিমা তি‌থি‌তে পূর্ণ হয় ষোলকলা
হা‌ হুতাশ ‌ছে‌ড়ে অত্যাধু‌নিকতায় ভা‌সে অাধু‌নিক জু‌টি
‌‌দেখ‌তে দেখ‌তে কর্পুরী প্রেম হ‌য়ে যায় উদ্বায়ী!

কর্পুরী প্রেম
‌মোহাম্মদ সাইফুল ইসলাম
রচনাকালঃ ০৯/০৯/২০১৯

Some text

ক্যাটাগরি: কবিতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি