শুক্রবার সন্ধ্যা ৭:৩১, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ২০শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

সরাইলে দাঙ্গা-হাঙ্গামা বন্ধের লক্ষে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

৫৮৯ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি
ঝগড়াঝাটি মারামারি, সবাই মিলে বন্ধ করি। এই শ্লোগানে সরাইলের দাঙ্গা প্রতিরোধে সহস্রাধিক লোকের অংশ গ্রহনে অনুষ্ঠিত হয়েছে ‘কমিউনিটি পুলিশিং’ সভা। রোববার সরকারি অন্নদা স্কুল মাঠে পুলিশ প্রশাসন কর্তৃক আয়োজিত অফিসার ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন টিটোর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ। প্রধান বক্তা ছিলেন পুলিশ সুপার মো. আনিছুর রহমান।
অনুষ্ঠানে প্রধান বক্তা পুলিশ সুপার মো. আনিছুর রহমান বলেন, ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির ধারক বাহক এ সরাইল দাঙ্গা প্রবণ হতে পারে না। দাঙ্গা চলতে থাকলে প্রত্যেকের শরীরে পঁচন ধরে যাবে। সরাইলে দাঙ্গায় ভাংচুর লুটপাট, আহত, নিহত, হামলা ও মামলা আর শুনতে চায় না। এ জনপদের ইতিহাস থেকে দাঙ্গা মুছে ফেলতে চায়। সরাইলের দাঙ্গা প্রতিরোধে পুলিশের সাথে সকলকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। সমাজের প্রত্যেকটি লোক কমিউনিটি পুলিশিং এর সদস্য। যে কোন অপরাধ দমনে তাদেরকে দায়িত্ব নিতে হবে। নতুবা সমাজে অশান্তি ও উশৃঙ্খলতা বৃদ্ধি পাবে। জঙ্গীবাদ, মাদক, সন্ত্রাস ও দাঙ্গা দমনে কমিউনিটিকে ভূমিকা নিতে হবে। দুই জনের কথা কাটাকাটি বা বাদানুবাদ পরিবার অথবা সমাজেই শেষ করতে হবে। সকলকে আরো আন্তরিক ও সহনশীল হতে হবে। অনাগত ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর সমাজ গঠন প্রয়োজন। গোষ্ঠী নয়, গ্রামে বসবাসকারী সকল ধর্ম, বর্ণ ও গোত্রের লোকজনই একে অপরের ভাই। সমাজকে পরিস্কার রাখার আহবান জানান সুশিল সমাজকে। এজন্য প্রয়োজন পরিবারে সুশিক্ষা। প্রত্যেক বাড়িতে ঐক্য প্রতিষ্ঠা। মনের পরিবর্তন না হলে ৫০ জন নয়, ৫০ হাজার পুলিশ দিয়েও কাজ হবে না। সৎ ও ন্যায়ের সাথে প্রশাসন থাকবে। মনে রাখবেন শুধু একজনের জন্য সমাজ ধ্বংস হতে পারে না। সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থা দাঙ্গাবাজ ও ইন্ধনদাতাদের তালিকা করছে। কেউ পার পাবেন না। দাঙ্গামুক্ত সরাইল গড়তে ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে প্রত্যেকটি কমিউনিটি পুলিশিং কমিটি নতুন ভাবে গঠন করতে হবে। গ্রাম্য আদালতকে শক্তিশালী করতে হবে। চেয়ারম্যানরা বিচারিক ক্ষমতা পাবেন।
প্রধান অতিথি বলেন, কেবল সুশিক্ষাই পারে দেশকে বিশ্বের দরবারে উঁচু করে দাঁড় করাতে। কোন দাঙ্গা হাঙ্গামা ও হত্যাকে ধর্ম সমর্থন করে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বারবার দল ও দেশের সকল মানুষকে দাঙ্গা না করার আহবান করে যাচ্ছেন। আমরা সকলে মিলে চেষ্টা করলে অবশ্যই সরাইল দাঙ্গামুক্ত হবে।

উপস্থিত সকলেই হাত তুলে আর দাঙ্গা না করার অঙ্গিকার করেছেন। সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, সিনিয়ির সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. মগবুল হোসেন, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ ও উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মৃধা আহমাদুল কামাল, সদস্য সচিব ও পানিশ্বর ইউপি চেয়ারম্যান দ্বীন ইসলাম, শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম খোকন, অরুয়াইল ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া ও সমাজকর্মী মো. রওশন আলী প্রমূখ।


 

Some text

ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি