শুক্রবার সন্ধ্যা ৬:৫৭, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ২০শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনতে আমরা কুটনৈতিক ও আইনী লড়াই করছি

৪৯৬ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি
আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যাকারী দুই জন কোথায় আছে আমরা জানি, একজন কানাডা আর একজন যুক্তরাষ্ট্রে আছে। বাকী ৪ জনের ব্যাপারে খোজ নেয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত বঙ্গবন্ধুর খুনিকে অচিরে ফিরিয়ে আনা হবে। কানাডায় অবস্থানরত খুনিকে ফিরিয়ে আনতে আমরা কুটনৈতিক ও আইনী লড়াই করছি। বঙ্গবন্ধুর হত্যাকারীরা যেখানেই লুকিয়ে থাকুক তাদের ফিরিয়ে এনে বাংলার মাটিতে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করা হবে।
আজ শুক্রবার সকালে আখাউড়া রেলস্টেশন চত্বরে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত শোক সভায় তিনি এ কথা বলেন।
শোক সভায় আইনমন্ত্রী আরো বলেন, খালেদা জিয়ার জন্মদিন প্রত্যেক দিন বদলায়। আজকে যদি জন্মদিন পালন করে তাহলে ৭৫তম হবে না, হবে প্রথম জন্মদিন। এরপরে আরো কত যে জন্মদিন আসবে তা আল্লাহ ভালো জানে।
আখাউড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইন সচিব গোলাম সারোয়ার ভুইয়া, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাসেদুল কাউছার ভু্ইয়া জীবন, আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভুইয়া প্রমুখ।
মোঃ দ্বীন ইসলাম খাঁন, বিশেষ প্রতিনিধি

Some text

ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি