মঙ্গলবার রাত ৮:৩২, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে এপ্রিল, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনা রোধে জেলা প্রশাসনের বিভিন্ন সড়ক পরিদর্শন

৫১৫ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন মহাসড়ক ও সড়কের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেছেন জেলা প্রশাসনের একটি টিম। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের নেতৃত্বে টিমের সদস্যরা সদর উপজেলার মুন্সিরহাট থেকে ২৯ মাইল পর্যন্ত ৩৩ কিলোমিটার সড়কের বিভিন্ন দুর্ঘটনা প্রবন পয়েন্ট পরিদর্শন করেন।

পরিদর্শনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলাব্রত কর্মকার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী এমএ আজিজ,বিআরটিএ’র সহকারী পরিচালক ফারুক হোসেন সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সড়ক ও জনপদের কর্মকর্তা, বিআরটিএ, বন বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় সদর উপজেলার মুন্সিরহাট থেকে ২৯ মাইল পর্যন্ত ৫টি দুর্ঘটনা প্রবণ পয়েন্ট চিহ্নিত করা হয়। এর মধ্যে ২৯ মাইল রোড ডিভাইডার, বড় ও ছোট খোচাবাড়ী বাসস্টপেজ, সালন্দর, চৌধুরীহাট এলাকা বিশেষ দুর্ঘটনা প্রবন চিহ্নিত করে বিভিন্ন সুপারিশ গ্রহন করা হয়; যা খুব অল্প সময়ে বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়।

নুরে আলম শাহ,ঠাকুরগাঁও :

Some text

ক্যাটাগরি: খবর

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি