বৃহস্পতিবার সন্ধ্যা ৭:২৯, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

একটি প্রেমের কবিতা

৬৮৫ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি
#একটি প্রেমের কবিতা। #কবিতাঃ কি লিখবো #কলমেঃশাকিল অাহমেদ সৌরভ ভালোবাসি আমি কতো জানে বিশ্ব মালিক। তোমার প্রেমে অন্ধ আমি মনেতে নেই ঝিলিক। শান্তি সুখের ভালোবাসা হয়ে গেল নষ্ট। সকল সময় এখন শুধু উঁকি দিচ্ছে কষ্ট। কথা ছিলো দেওয়া অামায় করবে না'কো পর। তোমার স্মৃতি হৃদয় জুড়ে তুলে বিকট ঝড়। কাঁপে বুকটা থর থর করে একবার যদি দেখতে। ভালোবেসে অামায় তুমি হৃদয় জুড়েই রাখতে। তুমি তো অাজ অনেক দূরে গান গাও অন্য সুরে। তোমায় ভেবে অন্তর অামার তবু সদাই পুড়ে। কি লিখবো অার তোমায় নিয়ে তুমি বড়ই পাষান। ভালোবাসলাম হৃদয় দিয়ে রাখলে না তার সম্মান। কি লিখবো অার কবিতাতে কান্না নয়ন জুড়ে। ভালোবাসবে কথা ছিলো দূরে দিলে ছুড়ে। কেমন করে খেললে তুমি এ অামাকে নিয়া। ভালো থাকো তবু তুমি সকল ক্ষণে প্রিয়া। সেই কাটানো সময়গুলো জাগায় অামায় রাতে। কথা কথা দেওয়া ছিলো হাতটি রেখে হাতে। কি লিখবো অার তোমায় নিয়ে যে ব্যথাটা দিলে। সকল অাশা ভালোবাসা ভাংলা তিলে তিলে।
#কবিতা

কবিতা : কি লিখবো

ভালোবাসি আমি কতো
জানে বিশ্ব মালিক।
তোমার প্রেমে অন্ধ আমি
মনেতে নেই ঝিলিক।

শান্তি সুখের ভালোবাসা
হয়ে গেল নষ্ট।
সকল সময় এখন শুধু
উঁকি দিচ্ছে কষ্ট।

কথা ছিলো দেওয়া অামায়
করবে না’কো পর।
তোমার স্মৃতি হৃদয় জুড়ে
তুলে বিকট ঝড়।

কাঁপে বুকটা থর থর করে
একবার যদি দেখতে।
ভালোবেসে অামায় তুমি
হৃদয় জুড়েই রাখতে।

তুমি তো অাজ অনেক দূরে
গান গাও অন্য সুরে।
তোমায় ভেবে অন্তর অামার
তবু সদাই পুড়ে।

কি লিখবো অার তোমায় নিয়ে
তুমি বড়ই পাষান।
ভালোবাসলাম হৃদয় দিয়ে
রাখলে না তার সম্মান।

কি লিখবো অার কবিতাতে
কান্না নয়ন জুড়ে।
ভালোবাসবে কথা ছিলো
দূরে দিলে ছুড়ে।

কেমন করে খেললে তুমি
এ অামাকে নিয়া।
ভালো থাকো তবু তুমি
সকল ক্ষণে প্রিয়া।

সেই কাটানো সময়গুলো
জাগায় অামায় রাতে।
কথা কথা দেওয়া ছিলো
হাতটি রেখে হাতে।

কি লিখবো অার তোমায় নিয়ে
যে ব্যথাটা দিলে।
সকল অাশা ভালোবাসা
ভাংলা তিলে তিলে।

কলমে : শাকিল অাহমেদ সৌরভ

Some text

ক্যাটাগরি: কবিতা, নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি