বৃহস্পতিবার ভোর ৫:৩৭, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

“জবা ফুল”

২০৫৮ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

জবা এক অাকর্ষনীয় সুন্দর
ও উপকারী ফুল।
গোলাপী,সাদা,লাল,হলুদ জবা
রঙের নেই যেন কূল।

কেশবতী তরুণীরা খোঁপায়
তারা গাঁথে এ ফুল।
চোখের সামনে দেখলে জবা
হয়না যে এতে ভুল।

জবা ফুল ভক্ষণযোগ্য এবাং তা
ভীষণ উপকারী।
এর কল্যানে অামরা নানা রোগের
থেকে বাঁচতে পারি।

জবায় অাছে প্রচুর ক্যালসিয়ামও
প্রচুর ভিটামিন সি।
চুলের যত্নে জবার ব্যবহার যে
অাছে বিশ্বাস হয় কী?

ঠান্ডা,জ্বর যদি তোমার দেহে হয়
তখন জবা ফুল কয়,
অামার দ্বারা ভালো হবে তুমি
নেই কোন প্রকার ভয়।

পূজা দিতে পূজারীরা তারা
জবা ফুল তুলে লয়।
তাই বলি অামি জবা ফুল এটা
অবহেলিত নয়।

জবা ফুল যেমন দেখতে হয় সুন্দর
তেমন উপকারী।
অামরা যেন জবা ফুলের সঠিক
মূল্য দিতে পারি।

————শাকিল অাহমেদ সৌরভ

Some text

ক্যাটাগরি: কবিতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি