শুক্রবার বিকাল ৫:৫২, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ৪ঠা অক্টোবর, ২০২৪ ইং

মাহফুজুর রহমান পুষ্প এর কবিতা : মানবতার কান্না

১১৫২ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

চারিদিক জুড়ে মানবতার কান্না
আমি কান্না রাখার জায়গা পেলুম কই ?
ফিলিস্তিন কিংবা কাশ্মীরে আর কাঁদি না
বাঙলায় কাঁদে, ধর্ষিতা মা, বোন ও ভ্রাতৃদ্বয় ।
.
চারিদিক জুড়ে অশুরের জয়োল্লাস
সততা ও মানবিকতা দিচ্ছে দৌড় পলায়নে
ঐসবে আর তাজ্জব হয়নি কেউ
নিপীড়িতের শুমারি বাড়ছে দ্যাখ ক্ষণেক্ষণে ।
.
স্বাধীন সত্বা আজ হয়েছে লীন
স্বজাতি শৃগাল ও শুঁকুনের আস্ফালনে
কিসের জন্যে ওরা দিয়েছিল প্রাণ ?
প্রশ্ন জাগে একবিংশ শতাব্দির মনে মনে ।
.
রাজপথ মেঠো পথ কিংবা অলিগলি
সবত্রই দ্যাখি আজ লাশেদের বাঁধভাঙা ঢেউ
ধর্ষিত মানবতার আত্ম চিৎকারে ও
মায়ের লজ্জা ঢেকে দিতে আসেনি কেউ !
.
রচনা – ১৩-০১-২০১৯ ইং
গোকর্ন ঘাট- ব্রাহ্মণবাড়িয়া ।

Some text

ক্যাটাগরি: কবিতা, নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি