শুক্রবার বিকাল ৪:২৭, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ৬ই ডিসেম্বর, ২০২৪ ইং

এম আর পুষ্পের গুচ্ছ কবিতা- লাজ খেয়েছি লাজ

৯২১ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

১. কসম খেয়ে মিথ্যে বলি
মিথ্যের বড়ই সাজ
সত্যের মৃত্যু অনিবার্য
লাজ খেয়েছি লাজ ।

২.
দাড়িতে রং মেরে
সং সেজে রই
সুযোগ পেলে মারাইরা
নুয়াইয়া থই ।

৩.
লুটে খেলুম জনম .জনম
কেউ দিল না বাঁধ
এত্ত সাহস কোথায় পেলে ?
বুঝিয়ে দিলুম স্বাদ !
(৪)
আমরা হলেম মাতাব্বর
যা খুশি তাই করি
মানুষ মারা ধর্ম মোদের
বলি সরি সরি !
(৫)
দেখতে শুনতে মানুষ বটে
কর্মেই মোরা পশু
ভিন্ন মোদের রুপের বাহার
নয়তো সুভাস বসু ।
(৬)
আকাশ দেখে অবাক হলে
কিবা রং তাহার ?
খোলস কিন্তু একটা নয়
বলছি হাজার বার !
(৭)
মার দিয়াছি হাত ঘুরিয়ে
ছাড় দিয়েছি দেখ
অবাক চোখে দেখল সবে
দেড় ভরি নেকলেস !
(৮)
এই গাঁয়ের শয়তানেরা
ছুটি নিলো কবেই
ওদের কর্ম আমরাই করি
বুঝে থাকিস সবেই !

রচনা -০৬/০৫ /২০১৯ ইং -ভোর ৪টা ৫০ মিনিট !

গোকর্ন ঘাট – ব্রাহ্মণবাড়িয়া

Some text

ক্যাটাগরি: কবিতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি