মঙ্গলবার দুপুর ২:৩২, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে এপ্রিল, ২০২৪ ইং

কবিতা : আসবোনা আর ফিরে -রাসেল মাহমুদ

১০২০ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

একদিন আমি চলে যাবো অন্ধকার ঐ ঘরে,
আসবোনা আর কভু ফিরে তোমাদের তরে।

সবাই মিলে খুঁজবে তোমরা সেদিন এই আমারে,
পাবেনা আর হাসিমুখে তোমাদেরই দ্বারে।

কত সময় কাটিয়েছো তোমরা আমার সাথে,
সব তোমাদের স্মৃতি হয়ে পরবে মনে রাতে।

স্মৃতি হয়ে থাকবো আমি তোমাদের মাঝে,
হয়তো কারো পরবে মনে সকাল,সন্ধ্যা,সাজে।

আমার কথার মাঝে যদি কষ্ট পেয়ে থাকো,
পরকালে মাফ পাবো না মনে যদি রাখো।

জানি আমায় পরবে মনে তোমাদের সব কাজে,
আমায় একটু ঠাঁই দিও গো তোমাদের হৃদ মাঝে।

আমার কথা পরলে মনে দুঃখ আর করো না,
শান্তি সুখে থাকতে পারি করিও প্রার্থনা।

আপন মনে ছিলাম আমি হাজার লোকের ভিড়ে,
সবার মাঝে চিরতরে আসবো না আর ফিরে।

প্রভুর কাছে আমার জন্য করিও প্রার্থনা,
দুহাত তুলে করিও সবাই জান্নাতের কামনা…

Some text

ক্যাটাগরি: কবিতা, ছড়া, সাহিত্য

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি