বৃহস্পতিবার রাত ১:২২, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

ব্রাহ্মণবাড়িয়ায় যুব রেডক্রিসেন্ট ইউনিটে ৫ উপজেলার সহশিক্ষা কমিটির কাগজ হস্তান্তর

৮৫৬ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ব্রাহ্মণবাড়িয়ায় যুব রেডক্রিসেন্ট ইউনিট এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া সদর, সরাইল, আশুগন্জ, নবীনগর, বিজয়নগর  সহ মোট ৫ টি উপজেলার মোট ৪০ টি স্কুল- কলেজের সহ-শিক্ষা কমিটির কাগজ হস্তান্তর করেন ব্রাহ্মণবাড়িয়া যুব রেডক্রিসেন্ট ইউনিট এর যুব প্রধান ফয়সাল উদ্দিন ভূইয়ার কাছে।  কমিটির কাগজ হস্তান্তর এর সময় উপস্থিত ছিলেন সাবেক যুব প্রধান সালাউদ্দিন ভূইয়া,  উপ যুব প্রধান -১ সহিদুল ইসলাম অপু, রক্ত বিভাগের প্রধান মোজাহিদ খান, জনসংযোগ ও পরিকল্পনা বিভাগের সমন্বয়কারী সায়মন ওবায়েদ শাকিল, জনসংযোগ ও পরিকল্পনা বিভাগের উপ – বিভাগীয় প্রধান ফাহিম মুনতাসির, বন্ধুত্ব বিভাগ এর সমন্বয়কারী আহসানুল খোকন, প্রশিক্ষণ বিভাগের সমন্বয়কারী  ফজলুল করীম, ইসরাত জাহান, তারিন আক্তার, হোসাইন মোহাম্মদ রায়হান, শোয়েব আহমেদ শিশির,আরমান মিয়া সহ আরও অনেকেই।

যুব প্রধানের কাছে কাগজ হস্তান্তর করছেন যুব সদস্য খোকণ এবং করীম

ব্রাহ্মণবাড়িয়া যুব রেডক্রিসেন্ট ইউনিট এর যুব প্রধান ফয়সাল উদ্দিন ভুইয়া বলেন, যুবরাই আমাদের সকল শক্তি,   সকল যুব সদস্যদের  আন্তরিকতা ও প্রচেষ্টার ফলেই আমরা ৫ টি উপজেলায় ৪০ টি স্কুল কলেজে সহ-শিক্ষা কমিটি গঠন করতে পেরেছি। পালা ক্রমে আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিটি উপজেলার স্কুল – কলেজে সহ- শিক্ষা কমিটি গঠন করব। সেবার মনোভাব সকলের মাঝে ছড়িয়ে দিতেই প্রতিটি স্কুলে কলেজে প্রাথমিক প্রশিক্ষণ ও সহ-শিক্ষা কমিটি গঠন আমরা সম্পন্ন করতে যাচ্ছি।বক্তব্যের শেষে প্রত্যেক স্কুল কলেজের শিক্ষক এবং উক্ত সহ- শিক্ষা কমিটি যাদের আপ্রাণ চেষ্টায় হয়েছেন এবং এর সঙ্গে যারা  জড়িত প্রত্যেককে ধন্যবাদ জানান।

সায়মন ওবায়েদ শাকিল: বিশেষ প্রতিনিধি

Some text

ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি