রবিবার সকাল ১০:০২, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ. ৮ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

পাখির গান – রাসেল_মাহমুদ

৭৫৩ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

পাখির গান
#রাসেল_মাহমুদ

ভোরের হাওয়ায় পাখির কন্ঠে
মিষ্টি মধুর গান,
এত সুন্দর কন্ঠ তুমি
করেছো প্রভু দান।

পাখির গানে ঘুম ভেঙ্গে যায়
সূর্যিমামা হাসে,
পাখির গানে সন্ধ্যা হয়ে
রাত্রি নেমে আসে।

কিচিরমিচির পাখির গানে
মনটি যায় ভরে,
মিষ্টি মধুর গান গেয়ে যায়
সারা বছর ধরে।

ভোরের দূত পাখি গুলো
প্রতিদিন ডাকে,
মিষ্টি কন্ঠে বলে যায়
জাগি সবার আগে।

Some text

ক্যাটাগরি: কবিতা, ছড়া, সাহিত্য

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি