শুক্রবার বিকাল ৫:১৬, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ২০শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

কর্মেই তোমার মানুষ নাম : মাহফুজুর রহমান পুষ্প

৮৭৩ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

মানুষের গর্ভে জন্মেছি বলেই
মানুষ হলেম নাকি
দেহ আর মানুষ বল
এক হল নাকি ?

আমার মত দেহ তো ভাই
শূকরের ও আছে
তাই বলে কি শূকর কখনো
মানুষ বলে নাচে ?

মানুষ হতে যশ খ্যাতি আর
না লাগে যে টাকা
মানুষ হতে জাগাও তোমার
মানবতার চাকা ।

যেদিন হতে তোমার হাতে
কেউ পাবে না দুখ
সেদিন থেকেই মানুষ হবার
পাবেই তুমি সুখ ।

সাদা কালো গরীব ধনী
কোথাও নেই লেখা
কর্মেই তোমার মানুষ নাম
সকলেই পাবে দেখা ।

এরপরে যে তোমার নাম
পাল্টে যাবে ভবে
মানব সিঁড়ি পেড়িয়ে তুমি
বিশ্বাস হলে তবে।

ধর্মে তোমার বিশ্বাস রবেই
কর্মেই তুমি সবার
সকল ধর্মের সকল জাতি
খুঁজবে তোমায় বারংবার ।

রচনা -২৭ই মার্চ ২০১৯ ইং
গোকর্ন ঘাট- ব্রাহ্মণবাড়িয়া

Some text

ক্যাটাগরি: কবিতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি