শনিবার রাত ৪:৫২, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

এম আর পুষ্প-এর কবিতা* আমি আর কাঁদি না

৯৭৮ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

বাংলার আকাশে বাতাসে
চৌপানে আজ তনু,মিতু খাদিজার
করুণ চিৎকার শুনি
দিন শেষে দ্যাখি
এক গুচ্ছ শূকরের হট্রহাসি
বৈকালে আর কেউ থাকে না খুনি !
.
নুসরাতের পুড়া পা
লাথি মেরে যায়
বাংলাদেশের ললাটে
আমি আর কাঁদি না
সাগর রনী কিংবা ত্বকীর
মৃত্যু শোকে ।
.
ললি পপ চুষে বেড়ানো
ছোট্র খুকিটি ও আজ
ধর্ষিতার তিলক পড়ে
এ কোন বাংলাদেশ পেলুম ?
শিক্ষকের হাতেই বিবস্ত্র
ছাত্রীর সম্ভ্রম পুড়ে !
.
আমি আর কাঁদি না
পিতৃহারা সন্তানের
বুক ফাটা হাহাকারে
আমি আর গা ভাসাতে
হেঁটে চলি না কভু
তিতাসের পাড়ে ।
.
নদী ভর্তি বিভৎস লাশ
ধর্ষিতা কিংবা ভিন্নমতের
তবু জাগে না বিবেক
ঐ দ্যাখ ভূলন্ঠিত স্বাধীনতা
চিৎকার করে কই
পালাও তুমি হে বিবেক !
.
তনু, মিতু ‘খাদিজার রক্তে
কিনে দেনা আমায়
এক টুকরো স্বাধীনতা
অন্যথায় নুসরাতের দগ্ধ
বিভৎস পায়ে এঁকে দে
আমাদের পরাধীনতা ।

রচনা– ১৪/০৪/২০১৯ ইং
১ লা বৈশাখ ১৪২৬ বাংলা
গোকর্ন ঘাট- ব্রাহ্মণবাড়িয়া ।

Some text

ক্যাটাগরি: কবিতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি