শনিবার সকাল ৮:৩২, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

একজন মুক্তিযোদ্ধার চিঠি

৭৬২ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

আর কত যুদ্ধ করলে তোরা আমায় মুক্তিযোদ্ধা বলবি? আর কত রক্ত দিলে তোরা আমায় বীর যোদ্ধা বলে আখ্যা দিবি? আমি কি যাইনি সেদিন শেখ সাহেবের ডাকে ৭১-এ দেশ স্বাধীন করতে?

গিয়েছিলাম জীবন বাজি রেখে, দেশকে স্বাধীন করতে। তখন কি ভেবেছিলাম, ফিরে আসতে পারব আবার মায়ের বুকে? হ্যা, সেদিন ফিরে এসেছিলাম, স্বাধীনতা বুকে নিয়ে। তাই বলে কি বিকিয়ে দিয়েছি স্বাধীনভাবে কথা বলার অধিকার? মুক্তচিন্তার আকাঙ্ক্ষা? নিশ্চয় নয়।

তবে তখন যদি ৭১-এ মারা যেতাম, তাহলে শহীদ মুক্তিযোদ্ধা খেতাব পেতাম। আর আমার পরিবারও হয়তো পেত শহীদ মুক্তিযোদ্ধা ভাতা। অথচ ফিরে এসে আমার মুক্তচিন্তা ও স্বাধীনভাবে মত প্রকাশ করায় তোরা দিলি না আমায় শেষ বিদায়টাও রাষ্ট্রীয় মর্যাদায়।

যা হোক, চলে গেলাম। আর প্রশ্নগুলো রেখে গেলাম তোদের মাঝে। এ রকম হাজারো প্রশ্ন রয়ে গেল।

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি