বুধবার সকাল ১১:৫৫, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

আখাউড়ায় চক্ষু রোগীকে অনুদান দিলো প্রবাসী কল্যাণ সংঘ

৯০৮ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

রবিবার ২১ এপ্রিল উপজেলার দক্ষিণ ইউনিয়নের ছোটকুড়িপাইকা গ্রামের রাসু বেগমকে চোখ অপারেশনের জন্য নগদ ৩০হাজার টাকা তুলে দেন আখাউড়া দক্ষিন ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘ নামে একটি সামাজিক সেচ্ছাসেবী সংগঠন।

রাসু বেগম ছোট কুড়িপাইকা গ্রামের ইরন ভূইয়ার স্ত্রী, তিনি দীর্ঘ দিন ধরে চক্ষু রোগে ভূগছিলেন, হতদরিদ্র এ পরিবারের আয় সক্ষম কেউ না থাকায় জিবিকা নির্বাহ করতে হিমশিম খেতে হয় তার উপর আবার চোখের রোগ, এমতাবস্তায় খবর পান “আখাউড়া দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘের” প্রচার সম্পাদক সৌদী আরব প্রবাসী আবু সাঈদ ভূইয়া এর পর রাসু বেগমের চিকিৎসার জন্য প্রস্তাব রাখেন তার সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক ও উপদেষ্ঠা মন্ডলীদের কাছে পরে প্রস্তাবটি অনুমোদন হলে আজ বিকেলে রাসু বেগমের হাতে তার চোখের অপারেশনের জন্য নগদ ৩০ হাজার টাকা প্রদান করেন সংঘের একটি টিম। এসময় সংঘের সেচ্ছাসেবী সহ উপদেষ্ঠা, সভাপতি, ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মোঃ দ্বীন ইসলাম খাঁন : ব্রাহ্মণবাড়িয়া

Some text

ক্যাটাগরি: খবর

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি