বৃহস্পতিবার সকাল ৭:৩২, ২০শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ. ৫ই অক্টোবর, ২০২৩ ইং

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নার্স-ডাক্তারদের অবহেলা

৭১৮ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রোগীদের তদারকি না করে একসাথে গোলটেবিল হয়ে নার্সদের গল্প, আড্ডায় মেতে থাকা ও জনপ্রিয় সাইট ইউটিউবে ভিডিও দেখা।

সদর উপজেলার চিলোকুট এলাকার শাহীন চৌধূরী তার ষাটোর্ধ বৃদ্ধা নানীকে গত পরশুদিন ভর্তি করান ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে। আজ তাকে একটি পরিক্ষা করতে বলা হয়, নার্সদের অফিসকক্ষে যান শাহীন চৌধুরী। তিনি নার্সকে বলেন, একটু দেখে যান নানী যেন কেমন করছে। তখন নার্সকে বারবার ডেকেও নিতে পারেননি শাহীন চৌধুরী।

পরে তিনি জিজ্ঞেস করেন, কোথায় পররীক্ষা করবো? তখন নার্স গরম হয়ে বলেন যান, যেখানে খুশি সেখানে গিয়ে করান। আমাকে বারবার জিজ্ঞেস করছেন কেন? তখন তাদের এই ইউটিউবে ভিডিও দেখা ও কলিগরা মিলে গল্প আর আড্ডা দেয়ার চিত্রটি ধারণ করেন শাহীন চৌধুরী।

মোঃ দ্বীন ইসলাম খাঁন :বিশেষ প্রতিনিধি

Some text

ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

লঞ্চে যৌন হয়রানি