বুধবার রাত ১০:৩২, ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২২শে মার্চ, ২০২৩ ইং

লালমনিরহাট বিমান বন্দর পরীক্ষমূলক কাযক্রম শুরু: প্রধান এয়ার চীফ মার্শালের পরিদর্শন

৭৬৫ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

গত ১৩ মার্চ ২০১৯ লালমনিরহাট বিমানবন্দর পরিদর্শনে আসেন বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। গত ১২ মার্চ প্রথম বারের মত দিনভর পরীক্ষামুলক দুইটি ফিক্সড উইং বিমান একাধিকবার সফলভাবে অবতরন ও উড্ডায়ন করে। আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ও বিভিন্ন দফতরে পাঠানো লালমনিরহাট বিমান বাহিনীর অধিনায়ক স্কোয়াড্রোন লিডার খায়রুল মামুন স্বাক্ষরিত একটি চিঠিতে জানা গেছে, লালমনিরহাট বিমান বন্দরটি চালু করতে সরকারীভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ প্রেক্ষিতে বিমানবন্দরটির সম্ভাব্যতা যাচাই করতে ফিক্সড উইং (L- 410) উড্ডয়ন ও অবতরন করা হয়।বিমান বাহিনী সুত্রে জানা যায়, সদর উপজেলার মহেন্দ্রনগর ও হারাটি ইউনিয়নের এক হাজার ১৬৬ একর জমি অধিগ্রহন করে ১৯৩১ সালে এ বিমান ঘাঁটি তৈরী করেন তৎকালিন ব্রিটিশ সরকার। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় মিত্রবাহিনী এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এ বিমানবন্দরটি ব্যবহার করে। ১৯৪৫ সালে যুদ্ধ শেষ হওয়ার পর এটি অব্যবহৃত হিসেবে জৌলুস হারাতে বসে।

তবে ১৯৫৮ সালে স্বল্পপরিসরে বিমান সার্ভিস চালু হলেও তা বেশি দিন অব্যাহত থাকেনি।দেশ স্বাধীনের পর এ বিমানবন্দর বিমান বাহিনীর হেডকোয়ারটার করার কথা থাকলেও বাস্তবে তা পরিত্যাক্ত থেকে যায়। ফলে ৪ কিলোমিটার রানওয়ে, বিশাল টারমাক, হ্যাঙ্গার, ট্যাক্সিয়ে- এগুলো সবই পরিত্যক্ত থেকে যায়। ১৯৮৩ সাল থেকে এখানে কৃষি প্রকল্প গড়ে তুলে বিমানবাহিনী কর্তৃপক্ষ।বুড়িমারী স্থলবন্দরের পাসপোর্ট ধারী ভারত, ভুটান ও নেপালের যাত্রীদের আকাশ পথে ঢাকার সাথে যোগাযোগ রাখতে গুরুত্বপুর্ন ভুমিকা রাখবে এ বিমানবন্দর। এ ছাড়াও স্থলবন্দরসহ এ অঞ্চলের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে বিমান বন্দরটি চালুকরণে দীর্ঘদিন দাবি করে আসছে জেলাবাসী। এ দাবি পুরণে বর্তমান সরকার  বিমান বন্দরটি চালু করতে সিদ্ধান্ত গ্রহন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা, মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

Flirt4free Review: Security, Prices, Models

The Best Chat Room Apps…

Take part in the Finest…

The Fantasy About Ukraine Girls…

The Hidden Treasure Of Costa…

Se corre en su cara

On the web Pokies Modern…

5 Simple Techniques For Portuguese…

The Idiot’s Guide To Sexy…

The Fundamentals Of Turkish Girls…