শুক্রবার বিকাল ৫:১৮, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ২০শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

ওবায়দুল কাদের আইসিইউতে, সিঙ্গাপুর নেয়া হতে পারে

৭৯২ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। রোববার সকাল ৭টার দিকে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে কার্ডিওলজি বিভাগের অধীনে চিকিৎসা নেয়ার জন্য বলেন।

পরে এনজিওগ্রাম করে তার হার্টে তিনটি ব্লক শনাক্ত করা হয়। জানা গেছে, এরইমধ্যে তার সুচিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। প্রয়োজনে তার বাইপাস সার্জারি করা হতে পারে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সকাল ৭টার দিকে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করে অসুস্থ হয়ে পড়লে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে তাকে ভর্তি করা হয়।

জানা গেছে, চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে কার্ডিওলজি বিভাগের অধীনে চিকিৎসা নেয়ার জন্য বলেছেন। আরেক খবরে জানা যায়, তাকে সিঙ্গাপুর নেয়ার প্রস্তুতি চলছে।

Some text

ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি