মঙ্গলবার রাত ২:০৯, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

ভারতীয় স্কুলের প্রতিনিধি দলের বাংলাদেশে আগমন

৯০৫ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

আজ রোববার সকালে পাঁচ দিনের সফরে ভারতীয় বি এস এফ স্কুলের একটি প্রতিনিধি দল আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে এসেছে। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান সহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘোরে দেখবেন তারা।

সকাল ১০টায় ডি এম পনিতা ডিসির নেতৃত্বে ২৫ সদস্যের ভারতীয় বি এস এফ স্কুলের প্রতিনিধিদল আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করলে তাদেরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান বাংলাদেশের বিজিবির সদস্যরা।প্রতিনিধি দলে বি এসএফ স্কুলের ১৪ জন ছাত্র ও ১০ জন ছাত্রী শিক্ষার্থী রয়েছে।

প্রতিনিধিদলের সদস্যরা জানায়, তারা আখাউড়া থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে সরাইলে যাবেন। সেখানে মুক্তিযোদ্ধের স্মৃতিবিজড়িত স্থান তারা ঘুরেদেখবেন। পরে তারা ঢাকায় পিলখানা জাতীয় জাদুঘর সহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘোরে দেখবেন। আগামী ২১শে ফেব্রুয়ারি তাদের দেশে ফেরার কথা রয়েছে।

অমিত হাসান অপু : আখাউড়া প্রতিনিধি

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা, মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি