শুক্রবার বিকাল ৪:৪৯, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ৬ই ডিসেম্বর, ২০২৪ ইং

কবিতা : শৈত্য প্রবাহ

৮২১ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

কুয়াশারই শৈত্য হাওয়া

ঘুমায় নিশ্চুপ,

মাঘের ভোরে চেয়ে দেখি

গ্রাম বাংলার রূপ।

খুব সকালে মায়ের সাথে

ঠান্ডা সহ্য করে,

প্রলুব্ধ মন মগ্ন হয়ে

ডাকছে মৃদু স্বরে।

চুলোর ঐ সোনালী আভা

মায়ের মুখে পড়ে,

হরেক স্বাদে পিঠা দেখে

মনটা গেল ভরে।

নবান্নের এই সুবাস বহে

সারা পাড়া জুড়ে,

খুব সকালে উষ্ণতা নেই

নতুন খড় পুড়ে।

দু’দিন ধরে শৈত্য প্রবাহে

রোদের আলো বাদ।

খেজুর গুড়ের মোয়া খেতে

লাগে দারুন স্বাদ।

অমৃত সব পিঠা পায়েস

খেতে ভীষন মজা,

ভাপা পিঠার ভাপের সাথে

শীত পালালো সোজা ।

কনকনে শীতের আগমনে

আমি হলাম ধন্য,

ভোরটাকে তাই ভালবাসি

শীতের পিঠার জন্য।

সিত্তুল মুনা সিদ্দিকা

Some text

ক্যাটাগরি: কবিতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি