শনিবার সকাল ৮:০১, ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ. ২রা নভেম্বর, ২০২৪ ইং

কবিতা : মানুষের খোঁজে

৭০৯ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

সেই ২০০২ সালে, আজ থেকে

ষোলো বছর আগে, এক ভর-দুপুরে।

স্বজন-সমাজ, বাড়ি-ঘর ত্যাগ করেছিলাম।

সেই থেকে মানুষের খোঁজে, শূন্য হাতে মাঠে-ঘাটে,

পথে-প্রান্তরে, ছুটে চলেছি আজো অবিরাম।

তবু মানুষের দেখা পাইনি কোনো।।

 

চারিদিকে কেবল আস্তিক-নাস্তিক, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান;

ইহুদী বা মুসলমান; ব্যবসায়ী, চাকরিজীবী-বুদ্ধিজীবী,

সাংবাদিক, লেখক, নেতা, অজাত-কুজাত সব আজ

এম্পি, মন্ত্রী, শিল্পপতি। নানা জাত-পাত,

শ্রেণি-গোষ্ঠী-সম্প্রদায়।

আছে সবই, শুধু মানুষের অভাব!

 

 

 

 

 

Some text

ক্যাটাগরি: কবিতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি