বুধবার সকাল ১০:১০, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

স্বপ্নের যাত্রা সংগঠনের উদ্যোগে বিজয় দিবস পালন

৮৪৩ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

আজ ১৬ ডিসেম্বর সকাল ৮টায় সদর ইউনিয়নের গাংকুল পাড়ায় “স্বপ্নের যাত্রা” মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালন করা হয়। প্রথমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে মাদ্রাসার এতিম সুবিধাবজ্ঞিত বাচ্চাদের মাঝে শীতবস্র ও খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি নাসিরনগর পূজা পরিচালনা কমিটির সভাপতি বাবু হরিপোদ্দার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের বীর সেনানী একে.এম শামছুল হুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য সমবায় ধীবর সমিতির সভাপতি সমীর দাস,সাধারণ সম্পাদক পরিমল দাস।

সংগঠনের সভাপতি সায়মন ওবায়েদ শাকিলের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন জাবির মিয়া, বক্তব্য রাখেন সাজ্জাদুর রহমান মেহেদি, রায়হান চৌধুরী রানা। অনুষ্ঠানে উপস্থিত ছিলো আবুল খাযের, সুশীল দাস,স্বাধীন দাসসহ অন্যান্যরা। প্রধান অতিথির বক্তব্যে একে.এম শামছুল হুক বলেন, দেশ প্রেমের দীক্ষায় সকলকে দেশের জন্য সমাজের জন্য কাজ করতে হবে এবং স্বপ্নের যাত্রার মানবসেবামূলক কর্মকান্ডের জন্য অনেক প্রশংসা করেন। রিপোর্টার :সায়মন ওবায়েদ শাকিল।

সায়মন ওবায়েদ শাকিল

বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি