শনিবার সকাল ৬:০২, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৭শে জুলাই, ২০২৪ ইং

কবিতা : শাণিত বিবেক

৭৬৯ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

বিবেক যখন শাণিত হয়ে তাড়িয়ে বেড়ায় পিছে,

বাস্তবতায় খেই হারিয়ে ছুটছি শুধু মিছে।

নিয়তির এই অমোঘ রীতি মানেনা কোন জাত,

নিঃশ্ব করে তবেই ছাড়ে দেখিয়ে এক হাত।

আবেগ এখন বন্দি খাঁচার প্রদীপ্ত এক সত্ত্বা,

চুপিসারে মুচকি হাসে শুদ্ধ করে আত্মা।

 

এমনি করে কাল পেরিয়ে যাচ্ছে অহর্নিশ

বিবেক শুধু এ কথাটি বলছে ফিস্ ফিস্।

সময় নিয়ে হিসেব কষে মুক্তি খুঁজি তাই,

পাপের বোঝা হলে ভারী ফিরার উপায় নাই।

সিত্তুল মুনা সিদ্দিকা

Some text

ক্যাটাগরি: কবিতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি