শনিবার ভোর ৫:৫০, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৬শে জুলাই, ২০২৪ ইং

নিঃসঙ্গ আমি-তুমি : জুবায়ের হোসেন দুখু

৮৮৪ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

তোমার নিঃসঙ্গ জীবন বেদনায় আসক্ত ছিল
ঠিক আমিও ছিলাম নিঃসঙ্গ একটা অপদার্থ
সেইদিন পাগলাতলীর মোরে গিয়েছিলাম
নিঃসঙ্গ আমি নিঃসঙ্গ রাস্তার হাত ধরে।

পাগলাতলীর মোরে পৌঁছাতেই
একটা ভাঙা কুটিরর তোমায় দেখি
প্রথম তোমার টোলপড়া গোলগাল মুখ দেখে
বেসামাল হয়েছিলাম এক নিমিষে।

মনের অজান্তেই কেমন জেনো ভাল লেগে গেলো তোমায়
সেইদিনিই আমার অন্ধ মনের বন্ধ কুটিরের দরজা খুলেদিলে তুমি
তোমাকে সবেগে আলিঙ্গন করে ঠাই দিলাম আমার মনের কুটিরে।

সেদিন পাগলাতলীর মোরে তোমার আমার প্রথম পরিচয় হয়েছিল
তখনি বলে দিতে চেয়েছিলাম আমার মনের কথা
কিন্তু তুমি বলেছিলে আমাদের হবে দ্বিতীয় দেখে
আমাদের দ্বিতীয় দেখাও হয়েছিল
কিন্তু আমি সেদিনও তোমায় বলতে পারিনা মনের কথা।

আর হবে কি দেখা হবেনা কি বলা?
মনের অগোছালো কথা
তাই এখনো আমি নিঃসঙ্গ একা
তোমায় মনের কথা বলবার আশায়।

অকবিতা

Some text

ক্যাটাগরি: কবিতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি