শনিবার সকাল ৯:০১, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৪ই ডিসেম্বর, ২০২৪ ইং

ক্ষমা করো সবে

৭৮২ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

করো না, হে প্রভু! আমার
হৃদয়ের পরিসর,
যেন হৃদয়ে আমার সম ঠাঁই পায়
শত্রু-মিত্র- পর।
নিন্দা না করি ঈর্যায় করো না, হে প্রভু! আমার
হৃদয়ের পরিসর,
যেন হৃদয়ে আমার সম ঠাঁই পায়
শত্রু-মিত্র- পর।
নিন্দা না করি ঈর্যায় কারো
অন্যের সুখে সুখ পাই আরো
কাদি তারি তরে অশেষ দুখী
ক্ষুদ্র আত্না যার।

যে মানুষের মন পরিষ্কার ও সরল, সে মানুষ সুখী মানুষ। পক্ষান্তরে যে মানুষের মনে কুট ও কুটিলতা অাছে, কিন্তু ও কিনা আছে, হিংসা ও বিদ্বেষ আছে, রাগ ও এোধ আছে, লোভ ও লালসা, অহংকার ও গর্ব আছে কার্পণ্য ও সংকীর্ণতা আছে সে মানুষ সুখী নয়।
শান্তিপ্রিয় বন্ধু আমার!! তোমার বিরুধী লোক অবশ্যই থাকবে। তবুও কারো বিরুধীতায় পরোয়া করো না। কারন, সেটাই হলো উদারতার লক্ষণ।

সুখান্বেষী বন্ধু আমার!! কেউ যদি তোমার সমালোচনা করে, তাহলে তাকে উপহার দিও। তাকে ক্ষমা করে দিও, তার এই সমালোচনা কোন ওযর বা অজুহাত আছে মনে করো। তাহলে মন হবে নির্মল। জীবনে তুমি ভালো হতে চাইলেও সকলের কাছে ভালো হতে পারবেনা। মানুষর মনস্তুষ্টির নাগাল মোটেই সহজসাধ্য নয়। সংসারে সবাই সুখি রাখা সবচেয়ে বড় দুরুহ কাজ। অতএব ক্ষমা কারে সুখি হও। তবে অবশ্যই জেনে রাখ যে, ক্ষমা করা মহৎ গুণ। কিন্তুক্ষমাশীলতাকে কোন হিংস্র পশু বা মানুষের জন্য প্রয়োগ করলে জানতে হবে বিপদ অনিবার্য।

তারা বলে গেল,” ক্ষমা করো সবে “বলে গেল, ভালোবাসো অন্তর হতে বিদ্বেষবিষ না শো। কারো
অন্যের সুখে সুখ পাই আরো
কাদি তারি তরে অশেষ দুখী
ক্ষুদ্র আত্না যার।

যে মানুষের মন পরিষ্কার ও সরল, সে মানুষ সুখী মানুষ। পক্ষান্তরে যে মানুষের মনে কুট ও কুটিলতা অাছে, কিন্তু ও কিনা আছে, হিংসা ও বিদ্বেষ আছে, রাগ ও এোধ আছে, লোভ ও লালসা, অহংকার ও গর্ব আছে কার্পণ্য ও সংকীর্ণতা আছে সে মানুষ সুখী নয়।
শান্তিপ্রিয় বন্ধু আমার!! তোমার বিরুধী লোক অবশ্যই থাকবে। তবুও কারো বিরুধীতায় পরোয়া করো না। কারন, সেটাই হলো উদারতার লক্ষণ।

সুখান্বেষী বন্ধু আমার!! কেউ যদি তোমার সমালোচনা করে, তাহলে তাকে উপহার দিও। তাকে ক্ষমা করে দিও, তার এই সমালোচনা কোন ওযর বা অজুহাত আছে মনে করো। তাহলে মন হবে নির্মল।

জীবনে তুমি ভালো হতে চাইলেও সকলের কাছে ভালো হতে পারবেনা। মানুষর মনস্তুষ্টির নাগাল মোটেই সহজসাধ্য নয়। সংসারে সবাই সুখি রাখা সবচেয়ে বড় দুরুহ কাজ। অতএব ক্ষমা কারে সুখি হও। তবে অবশ্যই জেনে রাখ যে, ক্ষমা করা মহৎ গুণ। কিন্তুক্ষমাশীলতাকে কোন হিংস্র পশু বা মানুষের জন্য প্রয়োগ করলে জানতে হবে বিপদ অনিবার্য।

তারা বলে গেল,” ক্ষমা করো সবে “বলে গেল, ভালোবাসো অন্তর হতে বিদ্বেষবিষ না শো।

Some text

ক্যাটাগরি: দর্শন

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি