মঙ্গলবার সকাল ১০:১০, ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ. ৩রা অক্টোবর, ২০২৩ ইং

ক্ষণস্থায়ী অন্তরাল : সোহাগ জাকির

৭৬৬ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

তোমাকে আমার ঠিকানা কি দিব বল
ঠিকানা বলতে আমার কিছু নেই,
কি থাকবে! আমি তো কেবল একজন পথচারী,
দুরে ফেলে এসে আপনার বাড়ী,
চলি দিন রাত,
চলি অবিরত সেইদিন হতে,
স্রষ্টার দয়ায় যেদিন পেয়েছি অস্তিত্ত্ব আমি অনস্তিত্ত্ব হতে
যেদিন পেয়েছি অস্তিত্ত্বের স্বাদ।
চলতে চলতে একদা সহসা,
পেয়েছি সুন্দর এই বটবৃক্ষের ছায়া,
ক্ষনিকের তরে এলিয়ে দিয়ছি এ ছায়ার আমি আপনার কায়া।
উপরে উরছে ছোট বড় পাখি – একাকী বা দলে দলে,
একদিক হতে অন্য দিকে ওরা উরে যায় চলে,
গান গেয়ে গেয়ে উড়ে যায় ওরা,
বড়ই নিশ্চিত, নিরুদ্বেগ্ন তারা।

Some text

ক্যাটাগরি: কবিতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

লঞ্চে যৌন হয়রানি