শুক্রবার বিকাল ৩:৪২, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

কবিতা : আজব কিছু মানুষ

৭৫১ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

আজব কিছু মানুষ দেখি

ঘুরছে আশেপাশে,

বুঝতে পারি ওদের এবার

পেয়েছে সর্বনাশে।

যদিওবা স্বল্প বেতন

হাঁকায় নতুন গাড়ি!

খবর এলো তাদের নাকি

ছিলো ছনের বাড়ী।

 

নীতিহারা ওরাই দেখায়

টাকার ছড়াছড়ি,

অর্থ দিয়ে সব কাজে তাই

করে বাড়াবাড়ি।

এখনই সময় এসে গেছে

নিতে হবে চিনে,

বিবেকহারা মানুষ এখন

বাড়ছে দিনেদিনে।

তাদের আছে বিলাসবহুল

বাড়ি কোটি টাকার,

আয়ের সাথে পায়না খুঁজে

যেটুকু মিল থাকার।

 

দেশপ্রেমিক সব মানুষেরা

নয়তো এতো বোকা,

কালোটাকা বুঝে সবাই

যায়না দেয়া ধোকা!

সবাই মিলে কাজ করে যাই

প্রিয় দেশের তরে,

সত্যতারই আলোক ছড়াক

সবার ঘরে ঘরে।

 

 সিত্তুল মুনা সিদ্দিকা

Some text

ক্যাটাগরি: কবিতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি