মঙ্গলবার সকাল ৯:১১, ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ. ৩রা অক্টোবর, ২০২৩ ইং

হাসান আল মাহমুদ-এর ছড়া ‘দালাল’

৭৭০ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ইনি দালাল উনি দালাল
দালালের নাই শেষ
দালাল দিয়ে ভরা আমার
সোনার বাংলাদেশ।

কেউ ছিল বেনিয়াদের
দালালিতে বেশ
টানতে হলো ২০০ বছর
সেই দালালির রেশ।

কেউ ছিল পাকিস্তানের
দালাল, গুপ্তচর
২৩ বছরের ঘ্লানি ছিলো
বাংলার কাঁধে ভর।

নাই যদিও হানাদার আর
ব্রিটিশ বেনিয়া
দালাল কিন্তু আছে আজও
অশুভ নিয়া।

এই অশুভে সোনার বাংলা
যাচ্ছে হয়ে শেষ
দালাল দিয়ে ভরা আমার
সোনার বাংলাদেশ

Some text

ক্যাটাগরি: ছড়া, সাহিত্য

[sharethis-inline-buttons]

Leave a Reply

লঞ্চে যৌন হয়রানি