শুক্রবার সকাল ৭:২০, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ. ২৯শে মার্চ, ২০২৪ ইং

হাসান আল মাহমুদ-এর ছড়া ‘দালাল’

৮২৪ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ইনি দালাল উনি দালাল
দালালের নাই শেষ
দালাল দিয়ে ভরা আমার
সোনার বাংলাদেশ।

কেউ ছিল বেনিয়াদের
দালালিতে বেশ
টানতে হলো ২০০ বছর
সেই দালালির রেশ।

কেউ ছিল পাকিস্তানের
দালাল, গুপ্তচর
২৩ বছরের ঘ্লানি ছিলো
বাংলার কাঁধে ভর।

নাই যদিও হানাদার আর
ব্রিটিশ বেনিয়া
দালাল কিন্তু আছে আজও
অশুভ নিয়া।

এই অশুভে সোনার বাংলা
যাচ্ছে হয়ে শেষ
দালাল দিয়ে ভরা আমার
সোনার বাংলাদেশ

Some text

ক্যাটাগরি: ছড়া, সাহিত্য

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি