বৃহস্পতিবার রাত ৮:২৫, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

বাংলাদেশে বেশীর ভাগ মানুষই রাষ্ট্রবিজ্ঞানী।

৭৬৯ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

মোড়ের চায়ের দোকানকে সংসদ বানিয়ে আমরা সকাল সন্ধ্যা রাজনীতি ঝড় তুলি ৷ আমরা উঠতে বসতেই মিথ্যা কথা বলি, কাজের কথা বললেই পালাই,গা বাঁচিয়ে চলি, কারো উন্নতি দেখলেই ভিতরে ভিতরে জ্বলতে থাকি, কি ভাবে অন্যের ক্ষতি করা যায় সেই পরিকল্পনা করি, নিজে যা না ঢোল পিটিয়ে সেটাই প্রচার করি, কাজকে ঘৃণা করি। বাংলাদেশে আমরা আরও দেখছি? যেখানে বড় বড় পদবী ধারীরা মনুষ্য ব্যবহারটুকু দিতে জানে না। আর এদের জ্ঞানের পরিধি এত কম কিন্তু হাফভাব এমন করবে যে সেই একমাত্র বড় বুদ্ধিজীবী। আমাদের প্রতিটি মানুষের মধ্যে  অদ্ভুত অভিনয় করার দক্ষতা রয়েছে । আমরা নিজেদের সত্যিকারের ভাল জিনিসটাই বুঝি না। আমাদের উন্নয়ন আসবে তা হলে কি ভাবে? আমরা এক হতে পারি না একটা বড় কোন জাতীয় কাজে । কাজের কথায় আসলে সবাই পালিয়ে যায় । সবাই বস হয়ে চেয়ারটি আজীবন ধরে রাখার কৌশলটি রপ্ত করে  ফেলি । মানুষের জন্য কাজ, মানুষের জন্য কিছু করা এই সব আমাদের ধাঁচে নেই । সবই লোক দেখনো কিছু বাহ্যিক কর্মকান্ড করে চলে । এই সমস্যা থেকে বেরিয়ে আসতে এ জাতির আরো ২০০ বছর কেটে যাবে ।

জাহাঙ্গীর আলম বিপ্লব

Some text

ক্যাটাগরি: চিন্তা, দর্শন, মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি